সালমান খান ছবিপ্রতি নেন ১০০ কোটি টাকা। কিন্তু তিনি থাকেন এক কামরার ফ্ল্যাটে।
শনিবার সন্ধ্যায় কলকাতার অনুরাগীদের মন জয় করে নিয়েছেন সালমান খান। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে তার চোখধাঁধানো কনসার্ট দেখতে ভিড় করেছিলেন শরহবাসী। চার দশকেরও বেশি সময় ধরে অগণিত অনুরাগীকে বিনোদন জুগিয়ে আসছেন বলিউডের ভাইজান। আর এই দীর্ঘ সফরে দর্শকদের ভালোবাসার পাশাপাশি পাহাড়প্রমাণ সম্পত্তির অধীশ্বরও হয়েছেন সালমান। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ কত?
সম্প্রতি, একটি সমীক্ষা দাবি করেছে, সালমান বছরে আয় করেন প্রায় ২০০ কোটি টাকা! সেই অনুপাতে বর্তমানে সালমানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা! ছবিপ্রতি সালমানের পারিশ্রমিকও চমকে দিতে পারে। একটা তথ্য দেয়া যাক। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন সালমান। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১১ হাজার টাকা। বর্তমানে সেই মানুষটিই ছবিপ্রতি ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অবশ্য, এই পারিশ্রমিকের মধ্যে থাকে ছবি থেকে উপার্জিত মুনাফার লভ্যাংশ। কয়েকটি উদাহরণ দেখা যাক। সালমান তার সাম্প্রতিক ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি টাকা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য তিনি নিয়েছিলেন ১৩০ কোটি টাকা। এর পর টাইগার সিরিজ়ের তৃতীয় পর্বে দর্শক আবার সালমানকে দেখবেন। সেই ছবির জন্য অভিনেতা নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সালমান বলিউডের প্রথম সারির তারকা। তার বাড়ি-গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। তবে পাশাপাশি তাদের দামও জানতে অনেকেরই চক্ষু চড়কগাছ হতে পারে। অনুরাগীরা জানেন, মুম্বাইতে সালমান বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন। সমীক্ষা অনুসারে এই বাড়িটির বাজারদর প্রায় ১১৫ কোটি টাকা। পানভেলে সালমানের একটি ফার্ম হাউস রয়েছে। সেটির দাম প্রায় ৯৪ কোটি টাকা। গোরাই বিচে অভিনেতার যে নিজস্ব হলিডে হোম রয়েছে, সেটির দাম ৩৫ কোটি টাকা। মুম্বাইয়ের চিম্বাই রোডে সালমানের একটি বাড়ি রয়েছে। সেটির দাম ১৭ কোটি টাকা।
এ ছাড়াও মুম্বাই ও দুবাই মিলিয়ে সালমানের আরও ৩টি বাড়ি রয়েছে। অডি, বিএমডব্লিউ, মার্সেডিজ, রেঞ্জ রোভার ভোগ, ল্যান্ড ক্রুজ়ার এবং একটি লেক্সাসসহ সালমানের ব্যক্তিগত মালিকানায় মোট ৬টি বিলাসবহুল গাড়ি রয়েছে। মোটরবাইকের প্রতি সালমানের ভালোবাসা অনেকেরই জানা। তার কাছে সুপারবাইকও রয়েছে। সূত্রের খবর, সালমানের মোট ৪টি মোটরবাইক রয়েছে। এর মধ্যে হায়াবুসা কোম্পানির বাইকটির দাম ১৭ লাখ টাকা। বাকি দুটি বাইকের দাম ১৬ লাখ টাকা করে। ইয়ামাহা কোম্পানির আরও একটি বাইক রয়েছে তার। সেটির দাম ২০ লাখ টাকা। সব শেষে আরও একটি বিষয় না উল্লেখ করলেই নয়। সালমানের সংগ্রহে একটি বিলাসবহুল প্রমোদতরি রয়েছে। সেটির দাম ৩ কোটি টাকা।