থাইল্যান্ডে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ। দেশব্যাপী ৯৫ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আল জাজিরার।
থাইল্যান্ডে মোট ভোটার ৫ কোটি ২০ লাখ। এসব ভোটারের মধ্যে ৩ কোটি ৩০ লাখ ভোটার নতুন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। প্রথমবার নির্বাচনে ভোট দেবেন তারা।
থাইল্যান্ড সংসদের নিম্নকক্ষে আসনসংখ্যা ৫০০। এর মধ্যে ৪০০টিতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১০০ আসনে জয়ী দলগুলো তাদের প্রাপ্ত আসন অনুযায়ী আসন পেয়ে থাকে। আর সিনেটের সদস্যসংখ্যা ২৫০। সামরিক বাহিনী তাদের নিয়োগ দিয়ে থাকে।
বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ থান ওচা এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েটংটার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন।
নির্বাচনে সেনাসমর্থিত প্রধানমন্ত্রী ওচার দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি। এর আগে ২০১৯ সালের নির্বাচনে পিউ থাই পার্টি অন্যান্য দলের চেয়ে বেশি আসন জিতলেও সরকার গঠন করতে পারেনি।
ভোটের আগে জনমত জরিপে আভাস পাওয়া গেছে, এক দশকের সেনা সমর্থিত শাসনের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন থাই নাগরিকরা।গতকাল শনিবার (১৩ মে) প্রচারের মধ্য দিয়ে কয়েক মাসের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। রোববার (১৪ মে) ভোটের মাধ্যমে দেশটিতে এক দশক পর ক্ষমতার পালাবাদল ঘটতে পারে।
১৯৩২ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে এ পর্যন্ত ১০ বারেরও বেশি অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড। ২০২০ সালে রাজধানী ব্যাংককে গণতন্ত্রপন্থি ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন হতে যাচ্ছে।
ভোট দিয়েছেন প্রায়ুথ থান চান
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রায়ুথ থান ওচা। এ সময় তিনি জনগণকে ভোটা দেয়ার আহ্বান জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রায়ুথ থান বলেন, আমি চাই সর্বোচ্চ সংখ্যক জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।
ফলাফল কখন পাওয়া যাবে?
ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু করবে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার (১১ মে) নির্বাচন কমিশন জানিয়েছে, দেশব্যাপী ৯৫ হাজার ভোটকেন্দ্রের ফলাফল ভোটের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রাত ১১টার মধ্যে অনানুষ্ঠানিক ফলাফল জানা যাবে বলে নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে।