রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার উত্তরাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই রুশ পাইলট নিহত হয়েছেন। শুক্রবার(১২ মে) প্রধান আঞ্চলিক শহর ঝানকয় থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্বেতলো গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুই-আসনের এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টারটিতে কোনো গোলাবারুদ ছিল না। এটিকে প্রশিক্ষণের জন্য উড়ানো হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিধ্বস্তের ঘটনায় কোনো হতাহত বা সম্পত্তির ক্ষতি হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে মন্ত্রণালয়।
এ ধরনের হেলিকপ্টার সাধারণত একটি ৩০-মিমি স্বয়ংক্রিয় কামান দিয়ে সজ্জিত থাকে। এটি ১৬টি গাইডেড এবং আনগাইডেড অ্যান্টি-আরমার মিসাইল বহন করতে পারে।
এর আগে এপ্রিলের শেষের দিকে উত্তর রাশিয়ায় প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই পাইলটই নিরাপদে বের হয়ে যান। বিমানটিও একটি নির্জন এলাকায় আছড়ে পড়েছিল।