লা লিগায় শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনা থেকে ঢের পেছনে রিয়াল মাদ্রিদ। এবার তাদের সংগ্রামটা দুইয়ে থাকা নিয়ে। সে লক্ষ্যে অ্যাতলেটিকো মাদ্রিদকে টেক্কা দিতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৩ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ গেতাফে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
টেবিল টপার বার্সেলোনা থেকে ১৪ পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। হাতে আছে মাত্র পাঁচ ম্যাচ। তাই বলতে গেলে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ অ্যানচেলত্তি শিষ্যদের। তাছাড়া লিগের শেষ ম্যাচেও হেরেছে তারা। তাতে হারিয়েছে দ্বিতীয় স্থানও।
সমান ৩৩ ম্যাচে তাদের তুলনায় এক পয়েন্ট বেশি নিয়ে এখন টেবিলের দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়ালের পয়েন্ট ৬৮। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকতে হলে গেতাফের বিপক্ষে জয়টা ভীষণ দরকার মাদ্রিদের।
তবে লা লিগা শিরোপা প্রায় হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগ সম্ভাবনা টিকে রয়েছে মাদ্রিদিস্তাদের। সেমিফাইনালের প্রথম লেগে ম্যান সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ফিরতি লেগের আগে আত্মবিশ্বাসের পাল্লা ভারী করতে হলেও গেতাফের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে রিয়াল মাদ্রিদ।