রাশিয়া ও কাতার বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়া গোলরক্ষক হুগো লরিসও পেলেন সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব। টটেনহ্যাম হটস্পারে খেলা বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দেওয়া হয়েছে দারুণ লোভনীয় প্রস্তাব। সৌদি লিগের ক্লাবে যোগ দিলে টটেনহ্যামের বেতনের তিনগুণ বেশি বেতন পাবেন ৩৬ বছর বয়সী লরিস।
২০১২ সালে টটেনহ্যামে যোগ দেওয়ার পর থেকে গত এক যুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের দলটির গোলবার সামলাচ্ছেন লরিস। আগামী বছর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। দ্য টাইমস জানিয়েছে, এবার নতুন চ্যালেঞ্জ নিতে চান এই ফরাসি। সে হিসেবে সৌদি আরবের লোভনীয় প্রস্তাবে তিনি রাজি হতে পারেন। বর্তমান ক্লাবে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন পাচ্ছেন লরিস। সৌদির প্রস্তাবে রাজি হলে সপ্তাহে ৩ লাখ পাউন্ড করে পাবেন তিনি, বাংলাদেশি মুদ্রায় পরিমাণটা প্রায় ৪ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা।
তবে ক্লাব বদল করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি লরিস। মৌসুম শেষে ক্লাবের মালিক ড্যানিয়েল লেভির সঙ্গে কথা বলবেন নিজের ভবিষ্যৎ নিয়ে। টটেনহ্যামের নতুন কোচ কে হন তা দেখেও সিদ্ধান্ত নেবেন তিনি। গত মার্চে ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপড়েনে ক্লাবের দায়িত্ব ছেড়ে দেন ইতালিয়ান কোচ আন্তনিও কন্তে। এরপর থেকেইভারপ্রাপ্ত কোচ দিয়ে ক্লাবের দায়িত্ব চালিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে দীর্ঘদিন থেকে ৩৬ বছর বয়সী লরিসের বিকল্প খুঁজছে টটেনহ্যাম। এই ফরাসি গোলরক্ষকের ফর্ম কিংবা ফিটনেস কোনটিই আগের অবস্থানে নেই। ইনজুরির কারণে ২৩ মার্চের পর থেকেই আছেন মাঠের বাইরে। ক্লাবের হয়ে তার খেলা শেষ ম্যাচে নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হেরেছিল স্পার্স। ২১ মিনিটে ৫ গোল খাওয়ার পর মধ্যবিরতিতে উরুর চোটের কারণে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসনের মতে, এই মৌসুমে আর মাঠে নামা সম্ভব হবে না লরিসের। সে হিসেবে তিনি যদি আগামী মৌসুমে সৌদি আরবে পাড়ি জমান তবে ক্লাবটির হয়ে এরই মধ্যে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক যদি ক্লাব ছাড়েন তবে তার বিকল্প হিসেবে টটেনহ্যামের পছন্দের তালিকায় আছেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষক ডেভিড রায়া, এভারটনের জর্ডান পিকফোর্ড ও ব্রাইটনের রবার্ট সানচেজ।
কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হারের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লরিস। তার আগে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন।