Homeজেলাপ্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা করেছে এক বখাটে যুবক।

মঙ্গলবার (৯ মে) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক।  এ ঘটনায় পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে ।

গ্রেফতার বখাটে যুবক ফারহান রিফাত উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

জানা যায়, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ছিল রিফাত। একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও সে তা প্রত্যাখ্যান করে। এসএসসি টেস্ট পরীক্ষার সময় তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় রিফাত। বিষয়টি  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্কুল কর্তৃপক্ষকে জানালে কিছুদিন তার উপদ্রব বন্ধ ছিল।

মঙ্গলবার গণিত পরীক্ষা শুরু হওয়ায় আগে ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে তাকে তুলে নিয়ে খুন করে ফেলার হুমকি দেয় রিফাত। বিষয়টি শিক্ষকদের জানিয়ে সে দৌড়ে পালিয়ে যায়।

ওইদিন পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ছোট রায়পাড়া গ্রামের সামনের রাস্তায় আসলে ভুক্তভোগীদের সিএনজিচালিত স্কুটারের গতিরোধ করে রিফাত ও তার সহযোগীরা। এ সময় তারা তাকে তুলে নিয়ে যেতে চায়। তবে সিএনজি চালকের বুদ্ধিমত্তার কারণে তারা সফল হতে পারেনি।

এ বিষয়ে ওই এসএসসি পরীক্ষার্থী গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে এবং ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজকে অবগত করা হয়েছে।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ঘটনার পরদিন অর্থাৎ বুধবার সকালে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। কয়েকবার অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে।

সর্বশেষ খবর