পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশ। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে পুলিশ ও পিটিআইয়ের সমর্থক-নেতাকর্মীদের মধ্যে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে চলমান সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
বিক্ষোভ দমনে দেশের বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী।
ইমরান খানকে গ্রেফতার করা হয় মঙ্গলবার (৯ মে)। এদিন তার গ্রেফতারের পরপরই প্রতিবাদে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারসহ সবগুলো বড় শহরে তুমুল বিক্ষোভ শুরু হয়। রাজপথে নেমে আসে খানের হাজার হাজার কর্মী ও সমর্থক। বুধবার (১০ মে) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এই বিক্ষোভে ৮ জন নিহত হয়েছেন।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বুধবার ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ সদর দফতরের ভেতর এক বিশেষ আদালতে হাজির করা হয়। সেখানে সরকারি কৌঁসুলিরা ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানান। তবে আদালত ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।