গুঞ্জন উঠেছে, পিএসজি ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমাতে পারেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু এমনটি চান না তার সমর্থকরা। যদিও আর্জেন্টাইন তারকার সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা জর্জ মেসি।
বার্সেলোনায় ফিরেই ক্যারিয়ারের ইতি টানুক লিওনেল মেসি- এমনটাই চান বেশিরভাগ আর্জেন্টাইন সমর্থক। আল হিলালে যোগ না দেয়া নিয়ে মেসির বাবা জর্জ মেসির মন্তব্যের পরই এমন কথা জানান তারা। অনেকে মনে করেন, পিএসজিতে মেসি প্রাপ্য সম্মান পাচ্ছেন না। বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে পিএসজির আচরণ কোনোভাবেই মানতে পারছেন না সমর্থকরা।
মঙ্গলবার (৯ মে) বিকেলে মেসির দলবদল নিয়ে এএফপির দেয়া সংবাদ হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছিল, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবেন।’
তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পিএসজিতে সময় শেষ হওয়ার আগে কোনো ক্লাবের সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না মেসি। জর্জ মেসি বলেন, ‘মেসিকে নিয়ে প্রতিনিয়তই গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত করছি, কোনো ক্লাবের সঙ্গে মৌখিক বা লিখিত কোনো ধরনের চুক্তি হয়নি এবং মৌসুম শেষ হওয়ার আগে কোনো ধরনের চুক্তি হবেও না। পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হবে না। এ মৌসুম শেষে সবকিছু যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।’
আগামী জুনে পিএসজিতে শেষ হবে মেসির মেয়াদ। কাতার বিশ্বকাপ শেষে প্যারিসিয়ানদের সঙ্গে তার চুক্তি নবায়নের কথা থাকলেও সেটি চার মাস শেষেও আলোর মুখ দেখেনি। তাতে ধরেই নেয়া হচ্ছে, মেয়াদ শেষে আর পিএসজিতে থাকবেন না আর্জেন্টাইন জাদুকর। তাকে পেতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও সৌদি আরবের ক্লাব আল-হিলাল।