সম্প্রতি ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে ঢালিউডের সুপারহিট নায়িকা বুবলীর। শাকিব সাফ জানিয়ে দিয়েছেন, অফস্ক্রিন বা অনস্ক্রিন কোথাও তাকে আর বুবলীর সঙ্গে দেখা যাবে না। কিন্তু এসব ঘটনা বুবলীর ক্যারিয়ারে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।
ঈদুল ফিতরে ঢাকা সিনেমা ইন্ডস্ট্রির মোট আটটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে শবনম বুবলী অভিনীত সিনেমা মুক্তি পায় দুটি। একটি ‘লিডার: আমিই বাংলাদেশ’, অন্যটি ‘লোকাল’। এ দুটি সিনেমায় বুবলীর অভিনয় দর্শকদের মন জয় করেছে। সিনেমা দুটির জন্য দর্শকমহলে প্রশংসিতও হচ্ছেন বুবলী।
এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে, শুরুতে আমি দর্শকের ভালোবাসা পেয়ে এসেছি। দর্শকরা আমার সিনেমার অভিষেকের শুরু থেকেই সবসময় আমার পাশে ছিলেন, এখনও আছেন।’
‘নায়িকা হিসেবে দর্শকের এত ভালোবাসা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি দশকদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাদের কারণেই আমি আজকের বুবলী,’ যোগ করেন তিনি।
মুক্তির তৃতীয় সপ্তাহেও দর্শকের চাহিদার তুঙ্গে থাকা ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। আর ‘লোকাল’ সিনেমায় বুবলী কাজ করেছেন আদর আজাদের সঙ্গে।
চলতি সপ্তাহেও ১৭টি প্রেক্ষাগৃহে চলছে বুবলীর সিনেমা। যেখানে এবারের ঈদে মুক্তি পাওয়া অন্য নায়কাদের সিনেমার তুলনায় এগিয়ে আছেন বুবলী।
এদিকে আগামী কুরবানির ঈদেও বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। প্রহেলিকাতে বুবলী জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজের সঙ্গে।