Homeজেলাহিলি দিয়ে আমদানি শুরু মহিষের মাংসের

হিলি দিয়ে আমদানি শুরু মহিষের মাংসের

নুরুজ্জামান হোসেন, হিলি প্রতিনিধি।।

প্রথম বারের মতো দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মহিষের মাংস আমদানি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহিষের এক টন মাংস নিয়ে একটি ট্রাক প্রবেশ করে বন্দরে।

ঢাকার মেড লাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান হিলি সিঅ্যান্ডএফ যমুনা ট্রেডিংয়ের মাধ্যমে ভারতের বিহার রাজ্য থেকে এগুলো আমদানি করা হয়।

হিলি সিঅ্যান্ডএফ যমুনা ট্রেডিংয়ের অনিক সরকার বলেন,ভারতের বিহার রাজ্যে থেকে মহিষের মাংস আমদানি করা হচ্ছে। মাংসগুলো প্যাকেটজাতের পর বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

হিলি পানামা পোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,সন্ধ্যায় ভারত থেকে একটি ট্রাকে এক টন ভারতীয় মহিষের মাংস আমদানি হয়েছে। দ্রুততার সঙ্গে বন্দরের সব কার্যক্রম শেষ করে মাংসগুলোকে ছাড় করা হবে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়েজিদ হোসেন বলেন,আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংয়ের জন্য মহিষের মাংস আমদানি করেছে। তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মাংস ছাড়করণ হবে।

Exit mobile version