কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি ব্যালন ডি’অর শিরোপা অনেকটা জিতেই ফেলেছেন বলে অনেকে ধারণা করছেন। তবে মেসির ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে এখনও নিশ্চিত নন পর্তুগিজ লিজেন্ড লুইজ ফিগো। চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সের কারণে মেসি থেকে এগিয়ে রাখছেন সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডকে।
হার দিয়ে শুরুর পর কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। আর এতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মেসি। রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জেতে তৃতীয় শিরোপা। আসরজুড়ে দারুণ পারফর্ম করায় মেসিকেই এবারের ব্যালন ডি’অর জয়ের দাবিদার মানছেন অনেকে। তবে ভিন্নমত পোষণ করেছেন ফিগো।
গত সোমবার (৮ মে) ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। সেখানে শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন ফিগো। সেখানেই ব্যালন ডি’অর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এই উইঙ্গার।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিগো বলেন, ‘আমি মেসিকে নির্বাচন করব না। কারণ, সে এখন আর চ্যাম্পিয়ন্স লিগে নেই। আমার মনে হয়, যারা ব্যালন ডি’অরে ভোট দেন, তাদের সিদ্ধান্তে এই প্রতিযোগিতার অনেক প্রভাব রয়েছে। এটা বাছাই করা সত্যিই কঠিন; এটা নির্ভর করবে বাকি মৌসুমের ওপর। বিশেষ করে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য অপেক্ষা করতে হবে, যা অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমি সম্ভবত হলান্ডকে এগিয়ে রাখব। সে এখনও প্রতিযোগিতায় আছে এবং একটি দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে।’
চলতি মৌসুমে মেসি যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করেছেন, সেখানে হলান্ড করেছেন ৫১ গোল। পাশাপাশি এবার পিএসজি শুধু একটি শিরোপার বেশি জিততে পারবে না। অপরদিকে ম্যানসিটির কাছে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে। আর দলের এমন চন্দে থাকার পেছনে বিরাট ভূমিকা রাখছেন হলান্ড। এই কারণগুলোর কারণেই মেসি থেকে হলান্ডকে এগিয়ে রাখছেন ফিগো।