Homeখেলাতবে কি মেসির শাস্তি তুলে নিল পিএসজি?

তবে কি মেসির শাস্তি তুলে নিল পিএসজি?

অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় পড়েছিলেন লিওনেল মেসি। তবে সোমবার (৮ মে) পিএসজির অনুশীলনে আর্জেন্টাইন তারকার অংশগ্রহণ দিচ্ছে ভিন্ন বার্তা।

পরিবার নিয়ে দুদিনের সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। লরিয়েঁর বিপক্ষে ৩০ এপ্রিলের ম্যাচের পর মেসি ভেবেছিলেন দুদিন ছুটি পাবেন তারা। মেসি বলেন, ‘ভেবেছিলাম খেলার পর অন্য দিনের মতো ছুটি পাব। সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না, যেহেতু আগেও বাতিল করেছিলাম।’

কিন্তু ৩-১ গোলে হারার পর পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের অনুশীলন ডেকে বসেন। সৌদি সফরে যাওয়ায় সেখানে উপস্থিত হননি মেসি। তার ওপর ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। এ সময়ে ক্লাব থেকে কোনো বেতন পাবেন না বলেও জানানো হয়। এমনকি যোগ দিতে পারবেন না অনুশীলনেও।

কিন্তু সোমবার (৮ মে) হঠাৎ পিএসজির অনুশীলনে দেখা যায় মেসিকে। প্যারিসিয়ানরই এক টুইট পোস্টে বিষয়টি নিশ্চিত করে। গত ৫ মে এক ভিডিও বার্তায় আর্জেন্টাইন তারকা নিজের ভুলের জন্য ক্লাবের নিকট ক্ষমা চাওয়াতেই হয়তো কমেছে তার শাস্তি। যার কারণে তিনি যোগ দিতে পেরেছেন অনুশীলনে।

এদিকে সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আগামী ১৪ মে অ্যাজাক্সিওর বিপক্ষে ম্যাচে খেলানো হবে মেসিকে।

লিগ শিরোপা জয়ের পথে চার ম্যাচ বাকি আছে পিএসজির। দ্বিতীয় অবস্থানে থাকা লঁসের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আছে প্যারিসিয়ানরা। লিগ শিরোপার পথে ঝুঁকি নিতে চায় না বলেই হয়তো মেসির শাস্তি তুলে নিয়ে পিএসজি। যদিও পিএসজি শুধু মেসির অনুশীলনে যোগ দেয়ার বিষয়টি জানিয়েছে। তার শাস্তি তুলে দেয়া হলো কিনা এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

সর্বশেষ খবর