Homeআন্তর্জাতিকরাশিয়ার বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে: পুতিন

রাশিয়ার বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ মে) মস্কোর রেড স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় পুতিন এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন তার ভাষণে বলেন, ‘আমাদের মাতৃভূমির বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। আজ সভ্যতা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা শান্তি, স্বাধীনতা এবং স্থিতিশীল ভবিষ্যৎ দেখতে চাই।’

পুতিন তার ভাষণে, ইউক্রেনের যুদ্ধে পেছনে পশ্চিমা বিশ্বের এলিটদের হাত রয়েছে বলেও দোষারোপ করেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, নিজেকে বড় মনে করার যে কোনো আদর্শ স্বাভাবিকভাবেই ঘৃণ্য, অপরাধমূলক এবং মারাত্মক। তবে, পশ্চিমা বিশ্ববাদী এলিটরা এখনও তাদের শ্রেষ্ঠত্বের দাবি করে যা বিভক্ত সমাজ, রক্তাক্ত সংঘাতের উত্থানকে উস্কে দেয়। যা ঘৃণা, রুশভীতি ছড়ায় এবং আক্রমণাত্মক জাতীয়তাবাদ ও ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করে।’

পুতিন এর পর বলেন, ‘ইউক্রেন পশ্চিমা প্রভুদের হাতে এক ক্যুদেতার মাধ্যমে গঠিত অপরাধী শাসকগোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এবং পশ্চিমাদের নিষ্ঠুর স্বার্থ হাসিলের দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে।’

এই ভি-ডে তথা ভিক্টরি ডে বা বিজয় দিবস রাশিয়ায় ব্যাপকভাবে পালিত হয় প্রতিবছর। ১৯৪৫ সালের ৯ মে নাৎসি জার্মানি রাশিয়ার কাছে পরাজয় স্বীকার করে নেয় এবং এর মধ্য দিয়ে ইউরোপে বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে এই দিবস ব্যাপক উৎসাহের মাধ্যমে পালন করা হয়। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটির রুশ নাগরিক মারা গিয়েছিল।

সর্বশেষ খবর