কাতার বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। দলকে শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মেসি এবার লরিয়াসের মঞ্চেও সেরা। নিজের ক্যারিয়ারের দ্বিতীয়বার জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড।
ফ্রান্সের প্যারিসে সোমবার (৮ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে মেসির দল আর্জেন্টিনা। এদিকে ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি জিতেছেন এই পুরস্কার। ২০২০ সালে তিনি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরেকটি অনন্য অর্জন ধরা দিলো আর্জেন্টাইন মহাতারকার হাতে।
এদিকে লরিয়াস অ্যাওয়ার্ড জিতে আপ্লুত মেসি। সতীর্থদের জানিয়েছেন ধন্যবাদ। লরিয়াস পুরস্কার জিতে মেসি বলেন, ‘এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও।’
কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মেসি। দলকে ৩৬ বছর পর শিরোপা জেতানোর পাশাপাশি নিজেও জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। এবার তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি পুরস্কার।
এদিকে নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।