এই মৌসুমে ব্যালন ডি’অর শেষ পর্যন্ত কে জিতবেন, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। এখন পর্যন্ত এই দৌড়ে ফেবারিট লিওনেল মেসি, আর্লিং হলান্ড, ভিনি জুনিয়র, করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা। অনেকের ধারণা, ম্যানসিটি ট্রেবল জিতলে এগিয়ে থাকবেন নরওয়েজিয়ান তারকা হলান্ড। এর মধ্যেই একটি সংক্ষিপ্ত তালিকা করেছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’।
কাতার বিশ্বকাপ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন লিওনেল মেসি। জিতেছেন আসরের ‘গোল্ডেন বল’। এরপর থেকেই সবার মুখে মুখে–এবার ব্যালন ডি’অর জিতবেন মেসিই। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩৭ গোল আর ২৪টি অ্যাসিস্ট মেসির। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতলেও ক্লাবের হয়ে অর্জনের খাতা শূন্য। পিএসজির সম্ভাবনা আছে শুধু লিগ ওয়ান শিরোপা জয়ের। এরপরও মেসিকেই ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য তালিকায় শীর্ষে রেখেছে গোল ডটকম।
ফেবারিটের তালিকার দ্বিতীয় স্থানে আছেন আর্লিং হলান্ড। ইংল্যান্ড নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ইপিএলে সর্বোচ্চ গোলের রেকর্ডের পাশাপাশি পুরো সিজনে গোলের হাফ সেঞ্চুরি করেছেন। ম্যান সিটি এখন পর্যন্ত কোনো শিরোপা না জিতলেও তাদের সুযোগ আছে ট্রেবল জয়ের। ইপিএলের শীর্ষস্থান পেপ গার্দিওলার দলের দখলে। এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছেন সিটিজেনরা। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে তারা খেলবে রিয়ালের বিপক্ষে। শেষ পর্যন্ত ট্রেবল জিতলে মেসির জায়গায় ব্যালন ডি’অর দেখা যেতে পারে হলান্ডের হাতে।
এদিকে দারুণ ফর্মে আছেন ব্রাজিলের সেনসেশন ভিনি জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন কোপা দেল রে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ। ২৩ গোল আর ২৫টি অ্যাসিস্ট নিয়ে আছেন ব্যালন জয়ের রেসে। মাদ্রিদিস্তারা আছে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে। বার্নাব্যুতে সেই শিরোপা গেলে দীর্ঘদিন পর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠতে পারে ব্যালন ডি’অর।
রিয়ালে ভিনির সতীর্থ করিম বেনজেমা। ব্যালন ডি’অরের বর্তমান মালিকও তিনি। বিশ্বকাপে না খেললেও ক্লাবের হয়ে আছেন দুর্দান্ত ছন্দে। এবারও ফেবারিটের তালিকায় আছে বেনজেমার নাম।
৩৩ বছরের শিরোপা-খরা কাটিয়ে নাপোলি পেয়েছে শিরোপার স্বাদ। জয়ে বড় অবদান রেখেছেন ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। লিগে সর্বোচ্চ ২৩ গোল করেছেন একাই। গুঞ্জন আছে ফর্মে থাকা এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। পিছিয়ে নেই বায়ার্ন মিউনিখও। তাই নাপোলির এই স্টাইকারেরও ব্যালন জেতার সম্ভবনা আছে, এমনটাই বলছে ‘গোল ডটকম’।