বছরের প্রথম তুষারপাতের কবলে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চল। এরইমধ্যে বিভিন্ন জায়গায় ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সিডনি বিমানবন্দরে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।
এবিসি জানায়, রোববার (৭ মে) স্থানীয় সময় সকাল থেকেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলজুড়ে তীব্র তুষারপাত শুরু হয়।
সোমবারও (৮ মে) অঞ্চলজুড়ে আরও বেশি তুষারপাতের পূর্বাভাসের পাশাপাশি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ।
তুষারপাতের সঙ্গে শুরু হয়েছে দমকা বাতাস। এ অবস্থায় প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে তীব্র বাতাসের কারণে উপকূলীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
তীব্র বাতাসের সঙ্গে তুষারপাত দেখা দিয়েছে সিডনিতেও। একদিনের ব্যবধানে শহরটিতে চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।
বৈরি আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।