টানা দুটি এটিপি টুর্নামেন্ট জিতলেন স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ গারফিয়া। রোববার (৭ মে) স্পেনের মাদ্রিদে জার্মান টেনিস তারকা জ্যান-লেনার্ড স্ট্রফকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ।
স্পেনের রাজধানী মাদ্রিদে ফাইনালে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জেতেন ২০ বছর বয়সী আলকারাস। এই মৌসুমে এটি তার চতুর্থ এটিপি ট্রফি, আর সব মিলিয়ে দশম।
২০১৪ সালে রাফায়েল নাদালের পর এই প্রথম টানা দুবার মাদ্রিদ ওপেন জিতলেন কেউ। আগামী সপ্তাহে রোমে ইতালিয়ান ওপেনে খেলার মধ্য দিয়ে নোভাক জোকোভিচকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষেও ফিরবেন বর্তমানে দুই নম্বরে থাকা আলকারাস।
এদিকে গত মাসেই আলকারাজ জিতেছিলেন বার্সেলোনা ওপেন। এ ছাড়াও চলতি মাসের ২৮ তারিখে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিট আলকারাস। গত সেপ্টেম্বরে ইউএস ওপেন দিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন আলকারাস।