নাইজেরিয়ায় অপহৃত ৫৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ মে) মধ্য কোগি রাষ্ট্র থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এই উদ্ধারকার্য পরিচালনার সময় একজন মারা গেছেন। খবর বিবিসির।
নাইজেরিয়ান পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার মধ্য কোগি রাষ্ট্র থেকে ক্রিমিনাল গ্যাংয়ের হাতে অপহৃত ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তারা কতদিন ধরে বন্দি ছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
নাইজেরিয়া পুলিশের মুখপাত্র জোসেফিন আদেহ জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী গ্রুপের সঙ্গে একটি যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। আহতাবস্থায় অপহরণকারী দল পালিয়ে যায়। তবে অভিযান পরিচালনার সময় অপহৃত একজন মারা গেছেন।
আগামী মাসে দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বোলা তিনুবু। কিন্তু তাকে এখন থেকেই অপহরণের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।