খেলায় প্রতিযোগিতা থাকলেও আদতে সেটি বিনোদনের জন্যই তৈরি হয়েছে। যার কারণে পক্ষ-বিপক্ষ দলের মধ্যে সম্প্রীতি টিকে থাকে। টিকে থাকে দুই পরাশক্তির মধ্যে বন্ধুত্বও। যার একটি নজির পাওয়া গেল রিয়াল মাদ্রিদের কোপা দেল রে জয়ের পরে।
গত ৬ মে দিবাগত রাতে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। যেটি রিয়ালের ২০তম কোপা দেল রে’র শিরোপা। এরপরে অন্যতম পরাশক্তি ৩১ বার চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনা অভিনন্দন জানিয়ে টুইট করে। বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি বার্সার সাবেক তারকা ডিফেন্ডার কার্লেস পুয়োল।
পুয়োল বার্সাকে কটাক্ষ করে টুইট বার্তায় লেখেন, ‘বিষয়টি লজ্জার। তোমরা এভাবে রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতে পারো না। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, অবস্থান নেয়। ফলে তাদের অভিনন্দন জানানোটা একটু বেশি হয়ে গেল।’
এ দিকে রিয়ালের শিরোপা জয়ের পরে শুধু বার্সা নয়, বিভিন্ন ক্লাব তাদের অভিনন্দন জানিয়েছে। ফাইনালের প্রতিপক্ষ ওসাসুনাও সেই তালিকা থেকে বাদ পড়েনি। যেখানে বার্সার শুভেচ্ছা বার্তার বিষয়টি ক্রীড়াঙ্গনে সম্প্রীতির প্রমাণ দেয় বলে বিশ্বাস করেন ফুটবল অনুরাগীরা।