বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে ৩৫ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় ওয়েইন রুনি। ক্লাব ক্যারিয়ারে তিনি বর্ণিল জীবন কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সম্প্রতি রুনি কটাক্ষ করে বলেছেন: ‘ম্যানসিটি শুধু হারাবে না, রিয়াল মাদ্রিদকে ধ্বংস কর দেবে’। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। এর আগে ম্যাচটিকে ঘিরে দ্য টাইমসে একটি কলাম লিখেছেন ইংল্যান্ডের মিডিয়া এনালাইসিস হিসেবে কাজ করা রুনি।
কলামে রুনি উল্লেখ করেছেন, ‘ম্যানসিটি শুধু রিয়াল মাদ্রিদকে হারাবে না, পুরোপুরি ধ্বংস করে দিবে।’ যদিও রিয়ালের অতীত রেকর্ডের কথা স্বীকার করেছেন রুনি। তারপরও তিনি মনে করেন সিটি ফাইনালে যাবে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘হতে পারে আমার ধারণা ঠিক নয়। কিন্তু সিটি এক অনন্য উচ্চতায় রয়েছে।’
রুনি আরও বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের যে অতীত রেকর্ড ও পরিসংখ্যান আছে, তাতে তাদের বিপক্ষে জয় তোলা কঠিন হবে। ‘কিন্তু আপনাকে বুঝতে হবে, এ বছর শুধুই ম্যানসিটির। মৌসুমের শুরু থেকেই সিটি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমার এ ধারণা তৈরি হয়েছে। বছরখানেক আগে সিটিকে ছিটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার উল্টোটি ঘটতে চলেছে। সেটি আর্লিং হল্যান্ডের কারণেই।’