Homeখেলাসেমিতে রিয়ালকে উড়িয়ে দিবে সিটি, বিশ্বাস রুনির

সেমিতে রিয়ালকে উড়িয়ে দিবে সিটি, বিশ্বাস রুনির

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মহারণের আগে ম্যানচেস্টার সিটিকে প্রশংসায় ভাসালেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। সেমিফাইনালে রিয়ালকে উড়িয়ে দেবে ম্যানসিটি, এমন মন্তব্যও করেছেন তিনি। শুধু তাই নয়, সিটিজেনদের গোলমেশিন আর্লিং হল্যান্ডকে রুখে দেয়ার মতো কোনো ফুটবলার মাদ্রিদ শিবিরে নেই বলেও জানান ৩৭ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

এইতো, শনিবার (৬ মে) কোপা দেল রে’র ২০তম শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। ৯ বছর পর আবারো এই ট্রফিটা উচিয়ে ধরার ক্ষণ পেলো লস ব্ল্যাঙ্কোস। লা লিগায় চলতি মৌসুমটা রিয়ালের পক্ষে কথা না বললেও, ঠিকই ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের ছন্দ ধরে রেখেছে মাদ্রিদিস্তারা। ইউসিএলের সেমিফাইনালের টিকিটটা সবার আগে নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। তবে, প্রথম সেমিফাইনাল মাঠে গড়ানোর আগে, কোপা দেল রে’র ট্রফি জয় আরো কয়েকগুণে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের।

তবে, লড়াইটা হবে সমানে সমান। ৯ মে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক সময়ে সিটিজেনদের ফর্ম যে কাউকে মুগ্ধ করবে। গার্দিওলার শীষ্যদের এমন ফর্ম ছুয়ে গেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তী ওয়েইন রুনিকে। কেননা, সিটিজেন শিবিরে আছে রেকর্ডের পর রেকর্ড ভেঙ্গে গুড়িয়ে দেয়ার মতো ফুটবলার। চলতি মৌসুমে, সিটিজেনদের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের উড়ন্ত ছন্দ আর পুরো দলের উদ্দীপনা, রিয়ালকে উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে বলে মনে করছেন রুনি।

সদ্য কোপা দেল রে’র শিরোপা জেতা দলটাকে কোনোভাবেই সিটিজেনদের রুঁখে দেয়ার মতো দল হিসেবে বিবেচনা করছেন না রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী সময় ২০০৮-এ এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএলের শিরোপা জিতেছিলো। রেড ডেভিলদের সে সময়ের স্কোয়াডের চেয়েও সিটিজেনদের এবারের দল আরো শক্ত। শুধু তাই নয়, রিয়ালের পুরো দলেও আর্লিং হল্যান্ডকে বিট করার মতো কেউ নেই। দ্য টাইমসের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুনি।

সাবেক ম্যানইউ ফুটবলার ওয়েইন রুনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ কিভাবে আর্লিং হল্যান্ডকে থামাবে? অ্যান্তনিও রুডিগারকে আমি ভালো কম্পিটিটর মনে করি, তবে হল্যান্ডকে রুঁখে দেয়ার মতো সক্ষমতা আছে বলে আমি মনে করি না। ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে। আমার মনে হচ্ছে, ম্যানসিটি রিয়ালকে ইউসিএল সেমিফাইনালে বিধ্বস্ত করবে। সিটিজেনরা এবার ইউসিএল ও ইপিএল শিরোপা জিতলে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০০৮-এর স্কোয়াডটাকেও পেছনে ফেলবে।’

তবে, কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রত্যাবর্তনের গল্প লিখতে বেশ পটু রিয়াল মাদ্রিদ। সম্প্রতি কোপা দেল রে’র শিরোপা জয়ের উজ্জীবিত ফর্মটা কাজে লাগিয়ে নিশ্চয়ই রুনির এমন মন্তব্যকে ধুলোয় মিশিয়ে দেবে লস ব্ল্যাঙ্কোস, এমনটাই প্রত্যাশা রিয়াল ভক্তদের।

সর্বশেষ খবর