একই ভিসার অধীনে সদস্য সব দেশে যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারেন সেলক্ষে ‘শেনজেন এর মতো’ একক ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ভুক্ত দেশগুলো।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যদি শেনজেন এর মতো ভিসা চালু হয় সেক্ষেত্রে পর্যটকরা এই বিশেষ ভিসার আওতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ভ্রমণ করতে পারবেন, আলাদা ভিসা করা লাগবে না। এক ভিসাতে তিনটি দেশ ভ্রমণ করতে পারবে।
গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সংক্রান্ত জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) সম্মেলন ও মেলা। আর বুধবার (৩ মে) ওই সম্মেলনে বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি, সংযুক্ত আরব আমিরাত সরকারের আন্ডার-সেক্রেটারি আব্দুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন যৌথভাবে এ ঘোষণা দিয়েছেন।
জিসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ৬টি— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান।
বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি জানান, আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘শেনজেন ভিসা’ চালু হচ্ছে। পরে জিসিসির অন্যান্য সদস্যদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে তাদের।