অনুমতি ছাড়াই সৌদি আরবে পরিবারসহ ঘুরতে যাওয়ায় আর্জেন্টাই এ তারকা লিওনেল মেসির ওপর নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে পিএসজি। দুই সপ্তাহের জন্য ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
দলের এতো বড় তারকাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পর ধারণা করা হচ্ছে, ক্লাবের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন এ তারকার। বুধবার (৩ এপ্রিল) তাই অনেক সংবাদমাধ্যমই দাবি করেছে, পিএসজিতে আর চুক্তি নবায়ন করছেন না মেসি।
মেসির প্রতি ক্লাবের ক্ষোভ এখন বেশ স্পষ্ট। এবার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির সমর্থকরাও। বুধবার ক্লাবের হেডকোয়ার্টারের সামনে মেসির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন সমর্থকরা।
পিএসজির সমর্থকদের স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইতালিয়ান প্রভাবশালী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই স্লোগানের ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা গেছে, স্লোগানের পাশাপাশি তারকা ফরোয়ার্ডকে নিয়ে অশালীন গালিও দিচ্ছেন সমর্থকরা।