ক্ষমতাসীনরা গণতন্ত্র হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় গণতন্ত্রণ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানেয়েছেন তিনি।
বুধবার (৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হরণ করেছে ক্ষমতাসীনরা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দেশকে আরও খারাপ অবস্থায় নিয়ে গেছেন তারা।’
এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের লড়াইয়ে এগিয়ে আসতে হবে। আন্দোলন সংগ্রামে ১৭ নেতাকর্মী নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।’
জনগণের অধিকার কেড়ে সরকার ক্ষমতায় আছে, এমনটা দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার জোর করে ক্ষমতা আকড়ে আছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। কোনো জাতি বা গোষ্ঠি নয়, দেশের সব মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা।’
এ সময় গৌতম বুদ্ধের শান্তির বাণী ছড়িয়ে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।