আইপিএলে গত সোমবার (০১ মে) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পায় বেঙ্গালুরু। ম্যাচের পর হাত মেলানোর সময় বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। তবে সাবেক ভারতীয় স্পিনার আশ্বাস দিয়েছেন, আইপিএলের পর এই দুই ক্রিকেটারের মাঝে সবকিছু ঠিক করে দেবেন তিনি।
সোমবার আইপিএলের একমাত্র ম্যাচে লখনৌকে ১৮ রানে হারিয়েছে বেঙ্গালুরু। প্রথমে ব্যাটিং করে ১২৬ রানের স্বল্প পুঁজি পায় আরসিবি। জবাবে বেঙ্গালুরু বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৮ রানে থামে লখনৌর ইনিংস।
ম্যাচে লখনৌর উইকেট পড়লেই আরসিবির খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন। তবে কোহলির উল্লাসটা ছিল একটু বেশিই। সেটাই হয়তো ভালো চোখে দেখেননি লখনৌর মেন্টর গৌতম গম্ভীর।
ম্যাচে যখন আরসিবি নবীন-উল-হকের উইকেট নেয় তখন বাঁধভাঙা উল্লাস করেন ক্রিকেটাররা। আরসিবি ক্রিকেটাররা মাথার ক্যাপ ছুড়ে মারেন, যা ভালো চোখে দেখেননি নবীন। তারপর ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর দুজন দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কে জড়িয়ে পড়েন। এরপর দুই দলের ক্রিকেটাররা তাদের আলাদা করেন।
এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথাও বলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সেখানে হরভজন বলেন, ‘এটা এখানে থামবে না। লোকজন এটা নিয়ে বিতর্ক চালাবেই। কার দোষ, কার নয়, এই নিয়ে চর্চা চলবে।’
এদিকে ২০০৮ সালে হরভজনের সঙ্গে ভারতের সাবেক পেসার শ্রীসান্তেরও একই রকম পরিস্থিতিতে হয়েছিল। এখন ১৫ বছর পরে এসে লজ্জাবোধ করছেন তিনি। হরভজন সিং বলেন, ‘আমি এখনও সে বিষয়টি নিয়ে ভাবতে লজ্জা পাই। সেই সময়ে আমার মনে হয়েছিল, যা ঘটেছে ঠিক হয়েছে, আমিই ঠিক ছিলাম। কিন্তু এখন ভাবি, আমি যা করেছিলাম, সেটা ভুল করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘কোহলি আবেগপ্রবণ, সে খেলতে নেমে আবেগের কারণেই এই ঘটনা ঘটিয়েছে। তবে ভুলটা কার- কোহলির, গম্ভীরের নাকি নবীনের তা বের করতে হবে। কিন্তু এই ঘটনাটা ক্রিকেটের জন্য ভালো নয়।’