মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরে ভেদরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিণœ এলাকায় সরকারি খাস জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব খাস জমি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে। ভূমিদস্যূদের রোষানলে পড়ে কখনো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে এ প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে।
তবে নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবেলা করেই সরকারের মহতী উদ্যোগ ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প সফল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৫টি ঘর নির্মাণ করার লক্ষ্যে জমির ভরাটের ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যূ সংঘবদ্ধচক্র বাধা সৃষ্টি করে। রামভদ্রপুর ইউনিয়নের সিংজালা মৌজার বি আর এস ১ নং খাস খতিয়ানের ৩৫০ নং দাগের ৪৫ শতাংশ জমিতে ভূমিহীন ও গৃহহীন ১৫টি পরিবারের জন্য ঘর নির্মাণের কার্যক্রম চলছে। নিচু জমিতে মাটি ভরাট করতে গেলে বাধা দেয় একটি ভূমিদস্যূচক্র। সরকারের উন্নয়ন বিদ্বেষী কুচক্রী মহলটি সরকারের এ মহৎ উদ্যোগকে বাঁধাগ্রস্ত ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।
এমনকি আদালতে মামলা করে প্রকল্পের কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তারা। এতে এলাকায় সুশীল সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জমি ও ঘর বরাদ্দ পাওয়া দেলোয়ার মাঝি ও রানু বেগমসহ অন্যান্যরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য ঘর উপহার দিচ্ছেন। আর প্রভাবশালীরা সে জমি জোরপূর্বক ভোগদখল করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ২/১টি স্থানে বাধাগ্রস্ত হতে হচ্ছে আমাদের। স্থানীয় কিছু প্রভাবশালী চক্র সরকারি খাস জমি দখল করে রাখায় তা উদ্ধার করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবুও সরকারি নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশসক মহোদয়ের সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তা ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে।