Homeখেলাসমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন নাপোলি কোচ

সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন নাপোলি কোচ

ফুটবল যে শিরোপার জন্য খেলতে হয় সেটা বোধহয় ভুলতেই বসেছিল নাপোলি। কারণ আজ থেকে প্রায় ৩৩ বছর আগে সবশেষ শিরোপার দেখা পেয়েছিল ক্লাবটি। তবে চলতি মৌসুমে আবারও সেই উপলক্ষ্য এসেছে ইতালিয়ান ক্লাবটির সামনে।

এবারের মৌসুমে কাউকে পাত্তাই দেয়নি নাপোলি। তাই তো ৬ ম্যাচ হাতে রেখেই রোববার (৩০ এপ্রিল) শিরোপা জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। তবে ড্র করায় সে সুযোগ হাতছাড়া হয় লুসিয়ানো স্পাল্লেত্তির শিষ্যদের।

এই ড্রয়ে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি নাপোলির। আগামী ৬ ম্যাচে ১ পয়েন্ট পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে দলটির। তবুও দর্শক-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলটির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। কারণটা জেনে নেয়া যাক।

৩৩ বছর পর শিরোপা জয়ে আগ্রহের কমতি নেই নাপোলি সমর্থকদের। তাই তো সালের্নিতানার বিপক্ষে ম্যাচে দর্শকের ঢল নেমেছিল। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় অপেক্ষা আর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাপোলি দর্শকদের। হতাশা গোপন করেননি নাপোলির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই অসাধারণ সমর্থকদের আনন্দ না দিতে পেরে আমরা খুবই দুঃখিত। আমরা তাদের স্বপ্নকে প্রতিনিধিত্ব করি এবং আমরাই ভক্তদের স্বপ্নকে বাস্তবে রূপ দিই। তাদের শিরোপা জয়ের আনন্দ দেয়ার জন্য আমাদের এই অতিরিক্ত গোলটি করতে হতো। আমার দৃষ্টিকোণ থেকে উদযাপনটি কেবলই বিলম্বিত হয়েছে। পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটি আপাতত ভেস্তে গেছে। উদযাপনটা পিছিয়ে গেছে মাত্র। কারণ আমি নিশ্চিত যে আমরা ২ পয়েন্ট পাব।’

সিরি’আয় ট্রফি জয়ের একদম দোরগোড়ায় নাপোলি। ৩২ ম্যাচে টেবিল টপারদের পয়েন্ট ৭৯। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাজিওর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৮।

সর্বশেষ খবর