জয়ের ধারা ধরে রাখতে মঙ্গলবার (২ মে) রাতে মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ ওসাসুনা। শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতে কিছুটা চাপে আছে জাভি শিষ্যরা। তবে পরের ম্যাচের ঘরের মাঠে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর লেভানডোভস্কি-পেদ্রিরা। ক্যাম্প ন্যু’তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
হঠাৎ করেই ছন্দপতন বার্সেলোনার। এক ম্যাচ জয়, তো পরের ম্যাচেই ড্র কিংবা হারের হাতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে লা লিগা শিরোপা জয়ের রেসে সবচেয়ে এগিয়ে থাকা দলটাকে। মৌসুমের শুরু থেকে অপ্রতিরোধ্য দলটার এমন দশায় বেশ চিন্তিত কোচ জাভি হার্নান্দেজ। শুধু জাভি নন, ফুটবলারদের ছন্দপতনে হতাশ সমর্থকরাও। তবে একমাত্র শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ ও ফুটবলাররা।
নিজেদের শেষ পাঁচ ম্যাচের দুটিতে গোলশূন্য ড্র আর একটিতে হারের হতাশায় ডুবেছে কাতালানরা। তাতে শুধু যে ছন্দপতন হয়েছে তা নয়, ভাটা পড়েছে আত্মবিশ্বাসেও। লিগের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ ব্যবধানে হারানোয় কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে লেওয়া-গাবিদের। পরের ম্যাচে কাতালানদের সামনে ওসাসুনা বাধা।
ঘরের মাঠে ম্যাচ হওয়ায় স্বাভাবিকভাবে বাড়তি সুবিধা পাবে বার্সেলোনা। কেননা, লিগে ঘরের মাঠে ১৬টি ম্যাচ খেলে ১৩টিতেই জিতেছে। আর সে সুযোগ কোনোমতেই হাতছাড়া করতে চাইবে না জাভি হার্নান্দেজ বাহিনী। কোচের জন্য আছে আরো একটা সুখবর। ইনজুরিমুক্ত স্কোয়াড নিয়ে মাঠে নামার সুবিধাও থাকছে পরের ম্যাচে।
তবে অতি আত্মবিশ্বাসী ম্যাচটা হেলায় হারাতে চাইবে না দল। ৩২ ম্যাচ খেলে ২৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলেও টপে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট বেশি আছে জাভির দলের। ওসাসুনার বিপক্ষে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামার পরিকল্পনা কোচের। পরের ম্যাচে জয় তুলে নিতে পরিকল্পনাও করছেন বার্সা বস। তবে টেবিলের আটে থাকা ওসাসুনাও চাইবে জয় তুলে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে। এখন পর্যন্ত খেলা ৩২ ম্যাচের মাত্র ১২টিতে জয় পেয়েছে তারা।