ফুটবলারদের বেতনের দিক থেকে সবচেয়ে এগিয়ে ফ্রান্সের ক্লাব পিএসজি। যেখানে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা খেলেন। ২০২১-২২ মৌসুমে তারা খেলোয়াড়দের সর্বোচ্চ বেতন দিয়েছে। খবর ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত।
ভারতীয় উপমহাদেশে ক্রিকেটারদেরই কদর বেশি। বছরজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে অনেক অর্থ আয় করেন ক্রিকেটাররা। বিজ্ঞাপনের বাজারেও তাদের পারিশ্রমিক বেশ চড়া। তবে ফুটবলারদের সামনে তা যেন কিছুই না। এই উপত্যকায় না হলেও ইউরোপে ফুটবলাররাই রাজা।
ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো খেলোয়াড়দের দলে ভেড়াতে কাড়ি কাড়ি অর্থ নিয়ে বসে থাকে। প্রতি মৌসুমে ফুটবলাররা কী পরিমান অর্থ উপাজর্ন করেন এবং কী পরিমান অর্থ ব্যয় করে ক্লাবগুলো, তা নিয়ে আগ্রহের কমতি থাকে না সমর্থকদের।
সম্প্রতি ইউরোপের ক্লাবগুলো ২০২১/২২ মৌসুমে খরচের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে ডিএনসিজির তথ্য অনুযায়ী, গত মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ ৮ হাজার ৫০০ কোটি টাকার ওপরে (৭২ কোটি ৯০ লাখ ইউরো) খরচ করেছে, যা আগের মৌসুমের চেয়ে ১ হাজার কোটি টাকার বেশি।
তবে লা লিগার মতো ফরাসি লিগ ‘ওয়ান’ কর্তৃপক্ষও খরচ বেতনসীমা-সংক্রান্ত নীতি চালু করায় ইতোমধ্যেই স্কোয়াড ছোট করছে পিএসজি। জুনে মেসিকে ছাড়লে অনেকাংশেই কমবে তাদের খরচ।
পিএসজির পর দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৫৩ কোটি টাকার বেশি (৫১ কোটি ৯০ লাখ ইউরো) বেতন দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরপরেই রয়েছে বার্সেলোনা। ২০২১-২২ মৌসুমে খেলোয়াড়দের ৫ হাজার ৩০০ কোটি টাকার ওপরে (৪৫ কোটি ৭২ লাখ ইউরো) বেতন দিয়েছে কাতালানরা।