জাতিসংঘে সরাসরি সম্প্রচার হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান। রোববার (৩০ এপ্রিল) সংস্থাটির সদর দফতরে অনুষ্ঠানটির ১০০তম পর্ব সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে আলাপচারিতার পৃথক মাধ্যম হিসেবে ২০১৪ সালের অক্টোবরে রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেন মোদি। এতে প্রতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
ভাষণে তিনি দেশের উন্নয়নে মানুষকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে এর ৯৯তম পর্ব প্রচার হয়ে গেছে। চলতি সপ্তাহে প্রচারিত হবে এর ১০০তম পর্ব।
জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন এক টুইটে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ভাষণ দেয়ার অনুষ্ঠানে ‘মন কি বাত’ এর ১০০তম পর্বটি জাতিসংঘের সদর দফতরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি রোববার ভারতীয় সময় সকাল ১১টায় (নিউইয়র্ক সময় দুপুর দেড়টায়) সম্প্রচারিত হবে।
‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে দেশটি সরকার। এদিন সব কমিউনিটি রেডিও চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা দেয় দেশটির তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়।