Homeখেলারোহিতকে বিশ্রাম নিতে বলেছিলেন গাভাস্কার, জবাবে মুম্বাই কোচ যা বললেন

রোহিতকে বিশ্রাম নিতে বলেছিলেন গাভাস্কার, জবাবে মুম্বাই কোচ যা বললেন

সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে আইপিএল থেকে বিরতি নিতে বলেছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। সুনীলের যুক্তি ছিল, মুম্বাই ও রোহিত; কারোরই আইপিএল ভালো যাচ্ছে না, তাই চাইলেই বিরতি নিয়ে আইসিসি ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার জানালেন, তিনি দলনেতাকে মোটেই বিশ্রাম দেয়ার পক্ষে নন।

আইপিএলের ফাইনাল হবে ২৮ মে। আর ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর মাঝে ১০ দিন বিশ্রাম পাবেন ভারতের ক্রিকেটাররা। এই অল্প সময়ে তারা আইপিএল খেলার ধকল কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করেন সুনীল। তাই আইপিএলের মাঝপথেই পরামর্শ দিলেন রোহিত শর্মাকে বিরতি নেয়ার। গাভাস্কার বলেন, ‘আমার মতে রোহিতের উচিত আইপিএল থেকে কিছুদিনের জন্য বিরতি নেয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য তার উচিত নিজেকে ফিট রাখা।’

গাভাস্কার যোগ করেন, ‘প্রয়োজনে মুম্বাইয়ের হয়ে আইপিএলের শেষ দিকে কিছু ম্যাচ ও খেলতে পারে। তবে এই মুহূর্তে ওর উচিত নিজেকে একটু চাঙা রাখা। আমার ধারণা মুম্বাই এবার শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে না। যদি তাদের শীর্ষ চারে জায়গা করে নিতে হয় তা হলে অলৌকিক কিছু করতে হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের উচিত ভারত জাতীয় দলের কথা মাথায় রেখে রোহিতকে বিশ্রাম দেয়া।’

রাজস্থান রয়্যালস ম্যাচের আগে গাভাস্কারের দেয়া পরামর্শের জবাব দিয়েছেন বাউচার। মুম্বাই কোচ সুনীলের পরামর্শ মানতে রাজি নন। তবে রোহিত নিজ থেকে বিশ্রাম চাইলে ভিন্ন কথা। বাউচার বলেন, ‘না, ওর বিশ্রাম নেয়া উচিত, এটা আমার মনে হয় না। আমি এটা করতে পারব না। আমরা চাই রোহিত খেলুক, সে ভালো খেলোয়াড়, অধিনায়কও।’

বাউচার যোগ করেন, ‘রোহিতের জন্য এটা (বিশ্রাম নেয়া) ভালো হলে ও আমার কাছে বলতে পারে। তখন আমরা বিষয়টি ভেবে দেখতে পারি। এখনও কিন্তু ও এটা করেনি। তাই এই মুহূর্তে ও ভালো থাকলে খেলবে।’

Exit mobile version