কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে হলে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়ের বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের। তবে এমন ম্যাচেও দলে নেই ফ্র্যাঞ্চাইজিটির ইনফর্ম ব্যাটার জেসন রয়। ইংলিশ ব্যাটারের না থাকার কারণ জানিয়েছেন অধিনায়ক নীতিশ রানা।
শনিবার (২৯ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় কেকেআর। এ সময় নীতিশ জানান, গুজরাটের বিপক্ষে একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন। উমেশ যাদবের জায়গায় দলে এসেছেন হর্ষিত রানা। আর জেসন রয়ের জায়গায় ফিরেছেন গুরবাজ আহমেদ। তাছাড়া দলে ফিরেছেন শার্দুল ঠাকুর।
কেকেআরের হয়ে চলতি আসরে তিন ম্যাচ খেলেছেন জেসন। সবগুলো ম্যাচেই বেশ দাপুটে ছিলেন তিনি। দুটি অর্ধশতরানের ইনিংসের সহযোগিতায় করেছেন ১৬০ রান। পাওয়ার প্লে-তে বড় রান তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন জেসন। কিন্তু হঠাৎ এমন একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেন দল থেকে বাদ পড়লেন। অধিনায়ক নীতিশ জানিয়েছেন, ইনজুরির কারণেই গুজরাটের বিপক্ষে বিশ্রামে আছেন জেসন।
তিনি বলেন, ‘জেসন রয়ের পিঠে ব্যথা রয়েছে। ও খেলতে পারবে না। জেসনের জায়গায় রহমানউল্লাহ গুরবাজ এসেছে।’
বৃষ্টির কারণে এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। টসের পরেই বৃষ্টি আসে। মাঠ ঢেকে দেয়া হয়। পরে বৃষ্টি কমলে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই কেকেআরের। ৮ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান সাতে।