ফুটবলের সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করা হয় পেলেকে। আধুনিক ফুটবলে দারুণ যে সব স্কিল দেখিয়ে থাকেন সেরাদের সেরা তারকারা, পেলে নাকি সে সব আগেই করে দেখিয়েছেন -এমনটাও বলেন অনেকেই। গত বছরে প্রয়াত হওয়া এই কিংবদন্তির অসংখ্য রেকর্ড ও কীর্তি এখনও অমলিন। পেলে যেন অপ্রতিরোধ্য, অতুলনীয় এক যোদ্ধার নাম।
ফুটবলের প্রথম মহাতারকা ধরা হয় পেলেকে। ব্রাজিলের এই কিংবদন্তি একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে তার গোলসংখ্যা হাজারের বেশি। তার খেলা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছে শান্তির বাণী। এমনকি যুদ্ধও থেমে গেছে পেলের খেলার মুগ্ধতায়। তার অর্জন তাকে বসিয়েছে সর্বকালের সেরার আসনে। তাকে দিয়েছে অপ্রতিরোধ্য এক কিংবদন্তির খেতাব।
গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পেলে। তবে তার দৈহিক প্রস্থান ঘটলেও খেলার দুনিয়ায় এখনো জীবন্ত পেলের কীর্তি। তাই আছেন আলোচনায়। মৃত্যুর চারমাস পেরিয়ে গেলেও এখনো তার প্রতি সম্মান প্রদর্শন করেই যাচ্ছে পৃথিবী।
এবার ফুটবলের রাজা পেলেকে সম্মান জানিয়ে তার নামকে জায়গা দেওয়া হলো অভিধানে। বিবিসির প্রতিবেদন জানিয়েছে, পর্তুগিজ ভাষার জনপ্রিয় অভিধান মিখাইলাসে স্বতন্ত্র শব্দ হিসেবে জায়গা পেয়েছে ‘পেলে’ নামটি। পর্তুগিজ ভাষায় অসাধারণ, অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী এই বিশেষণগুলোর সমার্থক শব্দ হিসেবে ‘পেলে’ শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে অভিধানটি। তাই এখন থেকে চাইলে এই বিশেষণগুলোর সমার্থক হিসেবে ‘পেলে’ শব্দটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন পর্তুগিজভাষীরা।
গত বুধবার (২৬ এপ্রিল) মিখাইলাসের প্রকাশক এক ঘোষণায় পেলের নামটি এই অভিধানে যুক্ত করার বিষয়টি জানান। তিনি বলেন, দ্রুততম সময়ে এই পর্তুগিজ ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণে ‘পেলে’ শব্দটি যুক্ত করা হবে। এবং প্রিন্ট সংস্করণের পরবর্তী সম্পাদনায় ছাপার অক্ষরেও প্রকাশ করা হবে।