কলকাতার বিপক্ষে বুধবার (২৬ এপ্রিল) ২১ রানে হেরেছে বেঙ্গালুরু। তবে দল হারলেও একটি রেকর্ড গড়েছেন বেঙ্গালুরুর ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
আইপিএলের শুরু থেকেই এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলে যাচ্ছেন কোহলি। যার কারণে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলারও সুযোগ পেয়েছেন তিনি। আর এটাকেই কাজে লাগিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
বুধবার কলকাতার বিপক্ষে ফিফটি হাঁকিয়ে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নেন কোহলি। আগে এই রেকর্ডটা ছিল মুশফিলুর রহিমের দখলে। টি-টোয়েন্টিতে বেঙ্গালুরুর মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন কোহলি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।
কোহলি এই রেকর্ডের ফলে পেছনে পড়েছেন মুশফিক। সাবেক টাইগার অধিনায়ক মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২ হাজার ৯৮৯ রান করেছেন। এক মাঠে সর্বোচ্চ রানের তালিকার সেরা পাঁচে আছেন আরও দুই বাংলাদেশি।