Homeআন্তর্জাতিকপাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ চীনা প্রকৌশলীর বিরুদ্ধে, উত্তেজনা

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ চীনা প্রকৌশলীর বিরুদ্ধে, উত্তেজনা

পাকিস্তানে একটি নির্মাণ প্রকল্পে এক চীনা প্রকৌশলীর বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। দেশটির উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসু জলবিদ্যুৎ প্রকল্পের ওই প্রকৌশলীকে সোমবার নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

মুসলিমপ্রধান পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা একটি সংবেদনশীল বিষয়। এমনকি ধর্ম অবমাননার গুজবও জনরোষে বিচারবহির্ভূত হত্যা ও মারাত্মক সহিংসতাকে উস্কে দিতে পারে।

আল জাজিরা জানিয়েছে, শনিবার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের ওই প্রকৌশলী রোজার মধ্যে কাজের ধীরগতি নিয়ে আপত্তি জানান। এরপর তার বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ করেন অন্যরা।

এক পুলিশ কর্মকর্তা শ্রমিকদের বরাতে এএফপিকে বলেন, শ্রমিকরা রোজা রেখে কাজ করছিলেন। কাজে ধীরগতিও ছিল না। কিন্তু সেই চীনা প্রকৌশলী কাজের গতি নিয়ে প্রশ্ন তুললে উভয়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর শ্রমিকরা অভিযোগ করেন, ওই চীনা নাগরিক ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। সঙ্গে সঙ্গে প্রায় ৪০০ স্থানীয় বাসিন্দা বিক্ষোভ করেন।

পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই প্রকৌশলীর নাম লেখা হয়েছে তিয়ান। ওই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

মুহাম্মদ নাজির নামে দাসুর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘পূর্ব সতর্কতা হিসেবে ওই চীনা নাগরিককে আগেই নিরাপদে আশ্রয়ে নেওয়া হয়েছে।’

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে চীনা দূতাবাসের বক্তব্য জানতে পারেনি আল-জাজিরা।

Exit mobile version