সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়েছে বিদ্যালয়ের বিজ্ঞানাগারের জিনিসপত্রসহ কিছু আসবাবপত্র।সোমবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার কাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। সম্প্রতি ওই বিদ্যালয়ের বিজ্ঞানাগারের জিনিসপত্র দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে এমন সংবাদ প্রকাশের কয়েকদিন পড়ে মালামাল বিদ্যালয়ে নিয়ে আসা হয় বলে দাবি করেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোমকিন আলম মুকুলসহ কয়েকজন শিক্ষক বলেন, সোমবার রাতে তারাবীহ নামাযের সময় কে বা কাহারা শিক্ষার্থীদের বিজ্ঞানাগারে আগুন দেয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বালি,পানি দিয়ে নিভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে
গুরুত্বপূর্ণ কিছু নথি, বিজ্ঞানাগারের জিনিসপত্র কিছু আসবাবপত্র পুড়ে গেছে।অনুমান করা হচ্ছে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান,খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দেড় লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।