Homeআন্তর্জাতিকআলাস্কার আকাশে দেখা মিলল অদ্ভুত সর্পিলাকার বস্তুর

আলাস্কার আকাশে দেখা মিলল অদ্ভুত সর্পিলাকার বস্তুর

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কার আকাশ রহস্যময় ঘটনার জন্য বহুল পরিচিতি। বিশেষ করে মেরুজ্যোতি বা নর্দার্ন লাইটস দেখার জন্য অন্যতম সেরা জায়গা হিসেবে ধরা হয় আলাস্কাকেই। আর সেই আলাস্কার ফেয়ার‌ব্যাঙ্কসের আকাশে গত শনিবার (১৫ এপ্রিল) রাতে একটি সর্পিলাকার রহস্যময় বস্তুর দেখা মিলেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, সর্পিলাকার অদ্ভুত গঠনের ওই বস্তু আলাস্কার আকাশে দেখেছেন আলোকচিত্রী টড স্যালাট। তিনি আকাশের ছবি তোলার সময় ওই বস্তুটিকে তার ক্যামেরাবন্দী করেন। টডের তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ারও করেছেন।

নিজের তোলা ছবির বিষয়ে টড স্যালাট বলেছেন, ‘উত্তর দিগন্ত থেকে আমার দিকে আসা দূরবর্তী উজ্জ্বল আলোকে দেখে আমি প্রথমে অত্যন্ত বিস্মিত হয়েছিলাম।’ তিনি আরও বলেছেন, ‘এটি ক্রমেই বড় হয়ে উঠছিল। আকাশে এটি সুন্দর একটি শিল্পকর্ম। ঠিক পাঁচ মিনিট পরে সরাসরি ওপরে উঠছিল বস্তুটি।’

টড স্যালাট আরও বলেন, ‘এটি আসলে কী ছিল সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই। তবে আমি বলব যে, এটি আমার জীবনে দেখা সবচেয়ে উদ্ভট জিনিস।’

আলাস্কা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারব্যাঙ্কস জিওফিজিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ডন হ্যাম্পটন বলেন, ‘আকাশের অদ্ভুত জিনিসটি মানবসৃষ্ট হতে পারে।’ আসলে ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের কারণেও ওই প্যাঁচানো আকারটি দেখা গিয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন-৯ রকেটটি ট্রান্সপোর্টার-৭ মিশন থেকে ছোড়ার তিন ঘণ্টা পরে মেরু কক্ষপথে ওই ছবি ধরা পড়ে। মহাকাশযানটি ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

তবে এই প্রথম এমন সর্পিলাকারের বস্তু রাতের আকাশে দেখা গেল ব্যাপারটি এমন নয়। এর আগে, গত ১৮ জানুয়ারিও ভোরবেলার আকাশে এমন বস্তুর দেখা মিলেছিল।

সর্বশেষ খবর