ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে আনফলো করে পাল্টা জবাব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তাতে মাঠ ও মাঠের বাইরে দুই জনের মুখ দেখাদেখি এক প্রকার বন্ধই হয়ে গেল।
কোহলির সঙ্গে সৌরভের দ্বন্দ্বটা বেশ পুরনো। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিসিসিআইয়ের সভাপতি ছিলেন সৌরভ। বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এরপর ওয়ানডে দলের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড। এতে তৈরি হয় সৌরভ-কোহলি দ্বন্দ্ব।
যদিও সৌরভের দাবি, বিসিসিআই কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেছিল। কিন্তু তিনি সেটি মানেননি। ফলে নির্বাচকরা সাদা বলের ক্রিকেটেই আর কোহলিকে অধিনায়ক না রাখার সিদ্ধান্ত নেয়। তবে কোহলি জানান, বিসিসিআই নাকি কথা না বলেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছে। এ দ্বন্দ্বের প্রভাবে টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। গত বছরের অক্টোবরে বিসিসিআই প্রধানের চেয়ার থেকে সরিয়ে দেয়া হয় সৌরভকেও।
তবে পুরনো সে দ্বন্দ্ব ধরে রেখে কোহলিকে এড়িয়ে যেতেন সৌরভ। সবশেষ গত শনিবার (১৫ এপ্রিল) আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সেটা সরাসরি নজরে এসেছে ক্রিকেট বিশ্বের। ম্যাচের এক পর্যায়ে দিল্লির ডাগআউটে বসে থাকা সৌরভের দিকে আড়চোখে তাকিয়েছিলেন বেঙ্গালুরুর হয়ে ফিল্ডিং করা কোহলি। তবে তার দিকে তাকাননি সৌরভ। পরে ওই ম্যাচ শেষে তাকে ইনস্টাগ্রামে আনফলো করেন কোহলি। তার দিন দুয়েক পর সৌরভও আনফলো করেছেন বেঙ্গালুরুর ব্যাটারকে।