Homeখেলামাঠের বাইরের দ্বন্দ্বে রিয়াল-বার্সার তুলকালাম

মাঠের বাইরের দ্বন্দ্বে রিয়াল-বার্সার তুলকালাম

শেষ ক্লাসিকোতে একেবারে মুখ বন্ধ হয়ে গেছিল বার্সেলোনার। তারপরে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তবে লাপোর্তাকে ছেড়ে দেয়ার পাত্র নয় মাদ্রিদ শিবির। তাই তো লস ব্ল্যাঙ্কোসদের পক্ষ থেকে বার্সার ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দিতে দেরি হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘ঐতিহাসিকভাবে রিয়াল মাদ্রিদ রেফারিদের থেকে সুবিধা পেয়ে আসছে। রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতার কারণে তারা এই সুবিধা পায়।’

বার্সেলোনার পক্ষ থেকে এমন মন্তব্যের পরে অতীতের ঘটনা টেনে এনেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের নিজস্ব চ্যানেল মাদ্রিদ টিভিতে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে, ‘ক্ষমতাসীনদের দল আসলে কারা? ডানপন্থী স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর ছত্রছায়ায় বেড়ে উঠেছে বার্সেলোনা। যার ফলে সে সমেয় তারা ৮টি লা লিগা এবং ৯টি কোপা দেল রে (পূর্বে কোপাস দেল জেনারেল) জিতেছে।’

প্রসঙ্গত, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেগ্রেরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৭.৩ মিলিয়ন ইউরো ঘুষ প্রদানের অভিযোগ ওঠে। যা শুরু থেকেই অস্বীকার করে আসছে বার্সা। এই ঘটনায় রিয়াল মাদ্রিদ বার্সার বিপক্ষে গিয়ে বিবৃতি দেয়। বিষয়টি ভালোভাবে নেয়নি কাতালান ক্লাবটি। তাই সুযোগ পেলে তারাও রিয়ালকে ছেড়ে দিয়ে কথা বলে না।

সর্বশেষ খবর