চ্যাম্পিয়ন্স লিগের রাজারা ফের মাঠে নামছে। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে স্টামফোর্ড ব্রিজে কার্লো আনচেলত্তির দল। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টায় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে দাঁড়াতেই পারেনি চেলসি। রিয়াল মাদ্রিদের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল ইংলিশ জায়ান্টদের। তবে তারা ভাগ্যবান। অসংখ্য আক্রমণ শানিয়েও মাত্র দুই গোল আদায় করতে পেরেছিল আনচেলত্তির শিষ্যরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলের বিপক্ষে সেটা টপকে যাওয়াও যে আকাশকুসুম কল্পনা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা লন্ডনে। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলা বলেই কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া ব্লুরা। এ ম্যাচে ফিরবেন থিয়াগো সিলভা, এনগোলো কান্তে, জোয়াও ফেলিক্স, মাতেও কোভাচিচের মতো তারকারা।
চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা বলেন, ‘কাজটা খুব কঠিন হবে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বেশি চিন্তা না করে ধাপে ধাপে এগোতে চাই। রক্ষণ ও আক্রমণে কোনো ভুল করা চলবে না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল বলে কথা।’
এদিকে এগিয়ে থাকলেও পুরোপুরি স্বস্তিতে নেই রিয়াল। দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে আছে সংশয়। চোট আছে ভিনিসিয়ুস জুনিয়র ও টনি ক্রুসের। তবে এই দুই তারকাকে লন্ডনে চাইছেন কোচ আনচেলত্তি। করিম বেনজেমার পাশাপাশি শুরুর একাদশে দেখা যেতে পারে আগের লেগের স্কোরার মার্কো অ্যাসেন্সিওকে।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি বলেন, ‘আমাদের পুরোটা সময় মনোযোগ ধরে রাখতে হবে। এখনও ৯০ মিনিট বাকি। চ্যাম্পিয়ন্স লিগে যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। কাজটা মোটেও সহজ হবে না। গত বছরও চেলসির বিপক্ষে কোয়ার্টারের দ্বিতীয় লেগটা খুব কঠিন ছিল। এবার আর ভুল করা যাবে না।’
সাম্প্রতিক ফর্ম যা-ই হোক, ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারে চেলসি। ইংলিশ ক্লাবটির বিপক্ষে যে ১৪ বারের চ্যাম্পিয়নদের রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে চারবারই জিতেছে ইংলিশ ক্লাবটি। বিপরীতে রিয়ালের জয় দুই ম্যাচে। বাকি দুই ম্যাচে ড্র করেছে দুদল।