আইপিএল ২০২৩ সালের একটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। লখনৌ মিউনিসিপাল করপোরেশনের নির্বাচনের কারণে আগামী মাসের ৪ তারিখের ম্যাচের সূচি পরিবর্তন করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
আগামী মাসের ৪ তারিখ আইপিএলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। তবে মিউনিসিপাল করপোরেশনের নির্বাচনের কারণে ম্যাচটি একদিন এগিয়ে নেয়া হয়েছে। অর্থাৎ লখনৌ ও চেন্নাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এদিকে লখনৌ ও চেন্নাই চলতি আইপিএলে দারুণ পারফর্ম করছে। চলতি আইপিএলে আপাতত ৫ ম্যাচে ৩ জয়ে লখনৌর অবস্থা দ্বিতীয় স্থানে। আর সমান ম্যাচে সমান জয়ে সিএসকের অবস্থান তিনে। রান রেটে পিছিয়ে থাকার কারণে চেন্নাইয়ের অবস্থান তিনে।
সোমবার (১৭ এপ্রিল) রান পাহাড়ের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাটিং করে ২২৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল ধোনির চেন্নাই। জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েও জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ ওভারের নাটকীয়তায় জয় পায় চেন্নাই।