Homeআন্তর্জাতিকজার্মানির হাতে রাশিয়ার কয়েকশ যুদ্ধাপরাধের প্রমাণ

জার্মানির হাতে রাশিয়ার কয়েকশ যুদ্ধাপরাধের প্রমাণ

ইউক্রেনে কয়েকশ যুদ্ধাপরাধ করেছে রাশিয়া, তার প্রমাণ পেয়েছে জার্মানি। তদন্তকারীদের উদ্ধৃত করে জানিয়েছে জার্মান সংবাদপত্র।

জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ) ৩৩৭টি সূত্র পেয়েছে, যা দিয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ প্রমাণ করা সম্ভব। সংবাদপত্র ওয়েল্ট অ্যান সনট্যাগ এ খবর দিয়েছে।

২০২২ থেকে বর্তমান পর্যন্ত সরকারি তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা ৯০ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে। তার থেকে বেরিয়ে এসেছে, ইউক্রেনে রাশিয়ার সেনা কী ধরনের অত্যাচার করেছে।

এর মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নিয়েছেন। বাকিরা ইউক্রেনে থাকা জার্মান নাগরিক। সংসদীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে এ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হয়েছে।

ফরেনসিক সাহায্য

আমেরিকায় যেমন এফবিআই, জার্মানিতে তেমনই বিকেএ। তারা ইউক্রেনে যুদ্ধাপরাধের তদন্তে ফরেনসিক সাহায্যও করছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের কাছে রাশিয়ার যুদ্ধাপরাধের যথেষ্ট ও পাকাপোক্ত তথ্যপ্রমাণ আছে। বার্লিন এখন পর্যন্ত কিয়েভকে এর জন্য এক কোটি ১৫ লাখ ইউরোর গাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি দিয়েছে।

জার্মান বিচারমন্ত্রী বলেছেন, ভ্লাদিমির পুতিনের মতো যারা এই রক্তাক্ত যুদ্ধ শুরু করেছেন, তাদের আদালতে জবাব দিতে হবে। ইউক্রেনের মাটিতে যারা আন্তর্জাতিক আইন ভেঙেছে, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Exit mobile version