মিয়ানমারে তিন হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। এসব বন্দিদের মধ্যে ৯৮ জন বিদেশি নাগরিকও আছেন। সোমবার (১৭ এপ্রিল) জান্তা সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
দেশটিতে বৌদ্ধ নববর্ষ উদযাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী। তবে বিবৃতিতে সুনির্দিষ্ট করে বলা হয়নি, যাদের মুক্তি দেয়া হচ্ছে তাদের মধ্যে ২০২১ সালের অভ্যুত্থান বিরোধীতাকারীরা আছেন কি না।
ঘোষণার পরপরই ইয়াঙ্গুনে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কারাগার থেকে বন্দিদের নিয়ে বেশ কয়েকটি বাস বের হতে দেখা গেছে।
মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’ এর ভাষ্য অনুযায়ী, জান্তা অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক করে রেখেছে এবং ৩ হাজার ২৪০ জনকে হত্যা করেছে।
২০২১ সালে ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তা সরকার প্রায়শই বড় উৎসব উপলক্ষে একসঙ্গে অনেক বন্দিকে সাধারণ ক্ষমা করে থাকে।
মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অং লিন দিউ বিবৃতিতে বলেন, মিয়ানমারের নববর্ষ উদযাপনের অংশ হিসেবে এ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মানবিক উদ্বেগ এবং মানুষদের খুশি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমাপ্রাপ্তরা পুনরায় অপরাধ করলে তাদের বাকি সাজাসহ অতিরিক্ত শাস্তি ভোগ করতে হবে।