ফুটবল বিশ্বে লিওনেল মেসির সঙ্গে সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কাতার বিশ্বকাপ জয়ের পর তর্কযোগ্যভাবে এগিয়ে গেছেন মেসি। যদিও কিছু জায়গাতে এখনও পিছিয়ে তিনি।
গত বছরের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এক অমর ইতিহাস রচনা করেন লিওনেল মেসি। দলকে শিরোপা এনে দেন ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে। ভক্ত-সমর্থকদের সব কষ্ট ও দুঃখের দেয়াল ভেঙে দেন ফুটবলের এই খুদে জাদুকর।
এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১০২ গোল করেছেন মেসি। তবে পর্তুগালের জার্সিতে বেশি গোল করেছেন রোনালদো। সিআরসেভেনের গোল সংখ্যা ১২২টি। তাতে এই জায়গাতে মেসি ২০ গোলের ব্যবধানে পিছিয়ে।
এদিকে রোনালদো ইউরোপের ক্লাব ফুটবল ছাড়লেও মেসি খেলে যাচ্ছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দুজনেরই গোল সংখ্যা এখন ৪৯৫টি। এই জায়গাতে মেসি এগিয়ে যাবেন, এটি নিশ্চিত। তবে পিছিয়ে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। যেখানে রোনালদোর গোল ১৪১। আর মেসির ১২৯। ফলে রোনালদোকে ছাড়িয়ে যেতে চ্যাম্পিয়ন্স লিগে মেসির প্রয়োজন আরও ১৩ গোল।
চ্যাম্পিয়নস লিগে গোল অ্যাসিস্টেও পিছিয়ে রয়েছেন মেসি। রোনালদোর ৪২ অ্যাসিস্টের বিপরীতে মেসির রয়েছে ৪০টি। এখানেও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিশ্বকাপজয়ী তারকার। তবে সেজন্য মেসিকে ইউরোপেই থাকতে হবে। সৌদি আরব বা যুক্তরাষ্ট্রে গেলে রোনালদো থেকে পিছিয়েই থাকতে হবে তাকে।