দিন দিন বৈশ্বিক আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। একদিকে দেখা দিচ্ছে তীব্র গরম এবং অন্যদিকে প্রচণ্ড ঠান্ডা। যতই সময় যাচ্ছে, সেটি ততই মানুষের সহ্যের বাইরে চলে যাচ্ছে। বিষয়টিতে নজর রেখেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।
জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনা এবার দূষণ কমানোর লক্ষ্যে বিমানের পরিবর্তে দ্রুতগতির ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশগত বিষয়ে ক্লাবটির ভাবনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে ক্লাবটি।
ফুটবল খেলার জন্য দূরে কোথাও যেতে হলে সাধারণত প্রায় সবাই আকাশপথ ব্যবহার করেন। এর ব্যতিক্রম দেখা যায়নি বার্সার ক্ষেত্রেও। তবে ক্লাবটি এখন পরিবেশের ভারসাম্যের ওপরে নজর দিয়েছে। তারা যতটা সম্ভব দূষণ কম করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে চান। এ জন্য রেলপথ বেছে নিয়েছে রবার্ট লেভানডভস্কির দল।
ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘এবার রিয়াল মাদ্রিদ ভ্রমণের জন্য আমরা রেলপথ বেছে নিয়েছি। দূরত্ব অনেক বেশি হওয়ায় আমরা এর আগে কখনও ট্রেনে ভ্রমণ করিনি। তবে এবার দূষণের বিষয়টি মাথায় রেখে আমরা ট্রেনে চড়তে চাই। আশা করি তাতে কিছুটা হলেও দূষণ কমবে।’
১৫ বছরের ওপরে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের পাশে রয়েছে বার্সেলোনা। ক্লাবটি প্রতি বছরে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে এই সংস্থাটিকে। শুধু তাই নয় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও যুক্ত রয়েছে কাতালান এই ক্লাব।