Homeখেলাগোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

দিন কয়েক আগেই ক্রিস্টিয়ানো রোনলদোর একটি রেকর্ড কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন মেসি। আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা মেসি লিগ ওয়ানে খেলতে নেমে গোল করেই বসেছেন রোনালদোর পাশে। আর মাত্র একটি গোল হলেই পর্তুগিজ মহাতারকাকে পেছনে ফেলে শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

শনিবার (১৫ এপ্রিল) লিগ ওয়ানের ম্যাচে লেন্সের বিপক্ষে খেলতে নেমে ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি । ম্যাচে প্যারিসিয়ানদের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন মেসি। এই  গোলটি করেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির চেয়ে বেশি গোল নেই আর কোনো খেলোয়াড়েরই। তবে এই রেকর্ডে মেসির পাশেই আছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনালদো। শীর্ষ পাঁচ লিগে তাদের দুজনেরই গোলসংখ্যা ৪৯৫টি।

লেন্সের বিপক্ষে ম্যাচের আগে ৪৯৪ গোল নিয়ে তালিকার দুই নম্বরে ছিলেন মেসি। এদিন জোড়া গোল পেলেই এককভাবেই রেকর্ডটা নিজের করে নিতে পারতেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তবে দ্রুতই এই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেনই মেসি। ডিসেম্বরে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয়ায় রোনালদোর সামনে সুযোগ নেই আর গোল বাড়িয়ে নেয়ার। কিন্তু মেসির সামনে সুযোগ থাকছে রেকর্ড ভেঙে নিজেকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার।

 

উয়েফার র‍্যাঙ্কিং অনুযায়ী ইউরোপের শীর্ষ পাঁচ লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও লিগ ওয়ান। এর মধ্যে তিনটা লিগেই খেলার সৌভাগ্য হয়েছে রোনালদোর। প্রিমিয়ার লিগে দুদফায় খেলে করেছেন ১১৯টি গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১টি ও য়্যুভেন্তাসের হয়ে চার মৌসুমে করেছেন ৮১ গোল। 

মেসি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ২টি লিগে খেলেছেন। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে করেছেন ৪৭৪ গোল। এরপর ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে ৫২ ম্যাচ খেলে করেছেন ২১ গোল।

 

এর আগে মেসি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গোল করায় ছাড়িয়ে গেছেন রোনালদোকে। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ৭০১টি। অন্যদিকে মেসির গোলসংখ্যা ৭০৩টি। 

সর্বশেষ খবর