চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অনেকেই ভাবছেন, সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। তবে তাতেও স্বস্তি পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। চেলসির বিপক্ষে ব্যবধান আরও বাড়াতে পারত তার দল, যার জন্যই আক্ষেপ তার।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১২ এপ্রিল) ঘরের মাঠে প্রথম হাফে বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় হাফে লাল কার্ড দেখে চিলওয়েল মাঠ ছাড়ার পর বেশকিছু সুযোগ নষ্ট করে রিয়ালের ফুটবলাররা। যদিও ম্যাচ শেষের আগে অ্যাসেন্সিওর দুর্দান্ত এক গোলে দুই গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল। তবে আধ ঘণ্টার বেশি সময় চেলসির ১০ জনের দলের বিপক্ষে আরও গোল করতে পারত তার দল এমনটাই মনে করেন ইতালিয়ান কোচ।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ঘরের মাঠে সুবিধা পাওয়ার লক্ষ্য ছিল এবং সেটা আমরা করতে পেরেছি। কিন্তু এরপরও আমাদের ভুগতে হতে পারে। কারণ চেলসি ভালো দল। আমাদের আরও ৯০ মিনিট লড়াই করতে হবে। ১০ জনের চেলসির বিপক্ষে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’
এদিকে রিয়ালের বিপক্ষে হারটা বাস্তবতাকে তুলে এনেছে বলে মনে করেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চেলসি বস বিটি নিউজকে বলেন, ‘এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক জিনিস খুঁজে পেয়েছি, তবে ম্যাচের ফল কিন্তু বাস্তবতাই।’
আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) আবারও মুখোমুখি হবে এই দুদল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে।