একে তো ঘরের মাঠ। তার ওপর প্রতিপক্ষর সাম্প্রতিক ফর্ম একেবারে যাচ্ছেতাই। অনুমিতই ছিল শুরু থেকেই দাপিয়ে খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাচে প্রতিফলন দেখা গেল তারই। এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে লস ব্ল্যাঙ্কোসরা।
বুধবার (১২ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে চেলসির মুখোমুখি হয় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন করিম বেনজেমা।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়েছিল চেলসির। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল প্রিমিয়ার লিগের দলটি। তবে কোর্তোয়ার বাধায় জালের দেখা পাওয়া হয়নি। চতুর্থ মিনিটে আবারও চেলসির আক্রমণ, এবার মিলিতাও হন বাধা।
রক্ষণ ছেড়ে আক্রমণে উঠতে বড়জোর দশ মিনিট লেগেছে রিয়ালের। এরপরই শুরু ভিনিসিয়াস-বেনজেমার আক্রমণ। ১২তম মিনিটে বেনজেমার জোরালো শট ফিরিয়ে দেন কেপা।
তবে লিড পেতে খুব দেরি করেনি রিয়াল। ২২ তম মিনিটে বেনজেমার দুর্দান্ত গোলে লিড পেয়ে যায় স্বাগতিকরা। ভিনিসিয়াসের বাড়ানো দুর্দান্ত বল ট্যাপ করে জালে জড়ান রিয়াল অধিনায়ক।
গোল খাওয়ার পরের মিনিটেই আক্রমণে আসে চেলসি। তবে কোর্তোয়ার বাধায় এ যাত্রাও রক্ষা হয় স্বাগতিকদের। এরপর প্রথমার্ধের বাকিটা সময় দুদলই বেশকিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি কেউই। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।