ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে পুরো মার্কেট। দোকানে রাখা লাখ লাখ টাকার মালামালের পাশাপাশি হারিয়েছেন জমানো টাকাও। কিন্তু মুষড়ে যাননি ব্যবসায়ীরা। বঙ্গবাজারের পোড়া জঞ্জাল সরিয়ে বুধবার (১২ এপ্রিল) থেকে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করেছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা।
বুধবার (১২ এপ্রিল) সরেজমিন দেখা যায়, বঙ্গবাজারের ব্যবসায়ীরা আবার চৌকি বসিয়ে পণ্য বিক্রি করা শুরু করেছেন।
দেশ গার্মেন্টস দোকানের মালিক হাজি মহিউদ্দিন বলেন, ‘৫৫ লাখ টাকার মাল আগুনে পুইড়া গেছে, অহন ৩০ থেকে ৪০ হাজার টাকার মাল নিয়ে বইছি।’
তিনি বলেন, ‘যেই টাকার পণ্য এইখানে রাখা তা আমাদের একটা পার্টিরই পণ্য। এই কয় টাকার পণ্য আনছি, তা-ও বাকি। নারায়ণগঞ্জের কারখানা থেকে বাকিতে নিয়ে আসছি সব মাল। বেইচা টাকা দিমু।’
চৌকিতে করে পণ্য নিয়ে বসেছেন দেশ গার্মেন্টস দোকানের মালিক হাজি মহিউদ্দিন
শুধু হাজি মহিউদ্দিনই নন, সব ব্যবসায়ী এরই মধ্যে চৌকি বসিয়েছেন। যার যতটুকু সঞ্চয় রয়েছে তাই দিয়ে পণ্য কিনে তা বিক্রি করতে বসেছেন। তবে বেশির ভাগই বসেছেন বাকিতে পণ্য কিনে।
রাইয়ান গার্মেন্টস দোকানের মালিক মাসুদ পারভেজ বলেন, ২৫ লাখ টাকার মাল পুড়েছে, সেখানে ২০-২৫ হাজার টাকার মাল নিয়ে বসেছি। আমার দোকান যেখানে পুড়েছে, সেখানেই দোকান দিয়ে বসেছি।’
তিনিও ফ্যাক্টরি থেকে বাকিতে মাল এনেছেন বলে জানান।
উল্লেখ্য, ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়।
সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আরও যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ছয় ঘণ্টা পর।