বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল তারা। দ্বিতীয় লেগে অন্তত ড্র কিংবা ১-০ গোলে হারলেও সেমি নিশ্চিত হবে তাদের।
মঙ্গলবার (১১ এপ্রিল) নিজেদের মাঠে ১৬ মিনিটের মাথায় লিড নেয়ার সুযোগ এসেছিল বেনফিকার সামনে। বক্সের ভেতর থেকে রাফা সিলভার পাস সরাসরি চলে যায় ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে ওনানার হাতে। দুদলের মধ্যে প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হয়েছিল ওই একটিই। তাতে গোলশূন্য প্রথমার্ধ নিয়ে বিরতি যায় উভয় দল।
বিরতি থেকে ফিরে দুদলই আক্রমণের ধার বাড়াতে থাকে। ফলস্বরূপ ৫১ মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। বাস্তোনির পাস থেকে এ সময় ইন্টারের হয়ে গোল করেন নিকোলো বারেলা। প্রায় ১০ মিনিট পর একাদশে তিনটি বদল আনে তারা। ৬৬ মিনিটে গোলের সুযোগ মিস করে ইতালির ক্লাবটি। কিছুক্ষণ পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে ৮০ মিনিটে ইন্টার পেনাল্টি পেলে রোমেলু লুকাকু সহজ শটে জালভেদ করেন।
অতিরিক্ত সময়ে গোলের দারুণ উপলক্ষ পেয়েছিল বেনফিকা। কিন্তু গনকালো রামোসের শট সরাসরি ওনানার গ্লাভস বরাবর গেলে হতাশ হতে হয় পর্তুগালের ক্লাবটিকে। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুদলের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল।